বুধবার মেদিনীপুরের রয়্যাল অ্যাকাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত কংগ্রেস বিধায়ক রজনীকান্ত দলুই স্মারক বক্তৃতায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মানস ভুইঁয়া। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্য তোপ দাগলেন তিনি।
মানস জানালেন আগে ধর্ম দেশ পরিচালনা করত, এখন রাজনৈতিক প্রতিনিধিরা দেশ পরিচালনা করছেন। ধর্মীয় গোঁড়ামি দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছিল। কেন্দ্রের বিজেপি সরকার দেশকে পিছিয়ে নিয়ে যেতে চাইছে। তারা চাইছে ধর্মের ভিত্তিতে দেশ চলুক।
মানস আরও বলেন, ‘একদিকে করোনা অতিমারীর জেরে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা, তাঁদের কাজের ব্যবস্থা করা, রাজ্যের ৮ কোটি মানুষকে বিনামূল্যে চাল, গম দেওয়া সবথেকে বেশি মানুষকে একশো দিনের কাজে যুক্ত করা, ১ কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় এনে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য দিনরাত কাজ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন দেশের প্রধানমন্ত্রী রামমন্দিরের ভূমিপুজো নিয়ে ব্যস্ত।’ তিনি মনে করিয়ে দেন, আগস্ট মাস আন্দোলনের মাস। বিপ্লবীরা ব্রিটিশ বিরোধী কত আন্দোলন করেছেন। কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাইছে। ধর্মীয় মেরুকরণই মূল লক্ষ্য। আরএসএসের এজেন্ডায় চলছে বিজেপি সরকার