আজ ১৮ আগস্ট। ১৯৪৫ সালে আজকের দিনেই নিখোঁজ হয়েছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোস। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তাঁর। আজ ৭৫ বছর পর ফের সেই স্মৃতি উস্কে দিয়ে, নেতাজি সম্পর্কে আসল সত্য জানতে চেয়ে টুইটে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “১৯৪৫ সালের এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে বিমানে উঠেছিলেন চিরকালের জন্য হারিয়ে যেতে। আমরা এখনও কেউ জানি না তাঁর সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছিল। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কিন্তু জানার অধিকার আছে এই মহান ভূমিপুত্রকে নিয়ে।”
৭৬ বছর কেটে গেলেও নেতাজি মৃত্যু রহস্য আজও সকল ভারতবাসীর কাছে রহস্যই রয়ে গেছে। কারুর মতে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল নেতাজির। যদিও পরে জানা যায় সেই বিমানে যাওয়ার কথা থাকলেও শেষমুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করেছিলেন তিনি। অন্য একটি মতে, নেতাজি সোভিয়েত রাশিয়ার কাছে বন্দি থেকে সাইবেরিয়াতে মৃত্যুবরণ করেন। আর একটি মতে, ফৈজাবাদের ভগবানজি ওরফে গুমনামি বাবাই ছিলেন নেতাজি। যদিও এই বিভিন্ন মতের মধ্যেও নেতাজিকে নিয়ে রহস্য থেকেই গেছে।