জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গীদের অতর্কিত হামলায় শহিদ হয়েছিলেন দুই সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের একজন স্পেশল পুলিশ অফিসার। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ নেয় ভারতীয় সেনাবাহিনী। ভয়াবহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জঙ্গীকে নিকেশ করে সেনা। এদের মধ্যে ছিল লস্কর ই তৈবার শীর্ষ কম্যান্ডার সাজ্জাদ হায়দার।
কিন্তু দুঃখের বিষয় সেই অভিযানে গিয়ে শহিদ হন আরও দুই সেনা জওয়ান।
এই বিষয়ে পুলিশের ডিজিপি জানান, “সাজ্জাদের নাম কাশ্মীরের প্রথম দশ জঙ্গীদের মধ্যে ছিল। ২০১৬ সাল থেকে এই জঙ্গী কার্যকলাপের সঙ্গে যুক্ত সে। গত জুলাই মাসে কাশ্মীরের বিজেপি নেতা ওয়াসিম বারি ও তার পরিবারকে খুন করার পিছনেও এই সাজ্জাদের হাত ছিল”৷
সূত্রের খবর, সোমবার সকালে কাশ্মীরের বারামুল্লা জেলার খেরী এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গীরা। সেই ঘটনায় পুলিশের এক স্পেশাল অফিসার ও দুই সিআরপিএফ জওয়ান শহিদ হন।তারপর সেই অঞ্চলে জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে বিশাল বাহিনী। শুরু হয় পাল্টা এনকাউন্টার। সেনা জওয়ানরা জঙ্গীদের ধাওয়া করলে আরও অনেক জঙ্গী এলাকায় জড়ো হয়। শুরু হয় গুলির লড়াই। একে একে তিন জঙ্গীকে খতম করে সেনা।