গত ১৫ আগস্ট, দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হঠাৎই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সেদিন আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে নিঃশব্দে বিদায় জানিয়েছেন ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর অবসর ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেটে মাহির অবদানের জন্য এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান তাঁর একসময়ের প্রায় সকল সতীর্থই। শচীন থেকে শুরু করে সৌরভ-বিরাট-সেওয়াগ বাদ যাননি কেউই। এমনকি ধোনির পরিহিত ৭ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানোর জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানান দীনেশ কার্তিক। কিন্তু সবাই শুভেচ্ছা জানালেও তাঁর অন্যতম প্রিয় সতীর্থ যুবরাজ সিংহ একদমই চুপ ছিলেন। অবশেষে তিনি নীরবতা ভাঙলেন ক্যাপ্টেন কুলের অবসরের ২৪ ঘণ্টা পরে।
ভারতীয় দলের জার্সিতে বাইশ গজে কাটানো স্মরণীয় মুহূর্তগুলিকে সাজিয়ে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যুবরাজ। বরাবরই বাইশ গজে মাহি-যুবি যুগলবন্দী সকলের নজর কেড়েছে। এদিনও তার ব্যতিক্রম হল না। এদিন ভিডিও পোস্ট করে যুবি লেখেন, “অনবদ্য কেরিয়ারের জন্য অভিনন্দন! দেশের জন্য ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপের ট্রফি একসঙ্গে জেতা দারুন উপভোগ করেছি। মাঠে আমাদের অসংখ্য ম্যাচ জেতানো পার্টনারশিপ রয়েছে। ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা রইল।”