২০১৪ সালে টেস্ট থেকে অবসরের ঘোষণাও তিনি করেছিলেন এভাবেই। আগে থেকে কাউকে কিছু জানতে বা বুঝতে দেননি। আর এবার স্বাধীনতা দিবসের দিন সবাইকে অবাক করে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন এম এস ধোনি। ভারতীয় ক্রিকেটে যেন একটা যুগের অবসান।
গত বছর জুলাইয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে ধোনিকে দেখা যায়নি। এর মাঝে তিনি ভারতীয় সেনায় ডিউটি পালন করেছেন। ধোনির ম্যানেজার বলছিলেন, করোনার জন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় মাহি অবসর ঘোষণা করলেন। না হলে টি-২০ বিশ্বকাপে খেলেই অবসর নেবেন বলে ঠিক করেছিলেন ধোনি।
এবার মাহিল ছোটবেলার কোচ কেশব ব্যানার্জিও বললেন একই কথা। তিনি বললেন, ওর মাথায় কী চলে সেটা পড়ে ফেলা কঠিন। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন তা হলে বলব টি-২০ বিশ্বকাপ মাহি খেলত। ও আসলে চলতি বছরেই অবসরের পরিকল্পনা করে রেখেছিল। টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ও অবসর নিল।
কেশব ব্যানার্জি বললেন, ”ভারতীয় দলে একজন বিশ্বমানের উইকেটকিপার এখন প্রয়োজন। ততদিন পর্যন্ত ধোনির উপস্থিতি সবাই অনুভব করবে। আমি ২৮ বছর ধরে ধোনিকে চিনি, জানি। বাড়িতে থাকলে ও ক্রিকেট নিয়ে কথা বলে না। তাই মনে হয় ওর এই সিদ্ধান্তের কথা বাড়ির কেউও আগে জানত ন। আর ধোনি নিজেই নিজেকে বিচার করতে পারে সব থেকে ভাল। ওর মনে হয়েছে এই সময়টাই অবসর ঘোষণার জন্য সেরা। তাই ও অবসর নিয়েছে”।