বিদ্বেষমূলক মন্তব্য করার পরেও তেলেঙ্গানার বিজেপি নেতা টি রাজার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে নিজেদের ব্যবসায়িক মুনাফার কথা ভেবেই এমন পদক্ষেপ করেছে ফেসবুক। গতকাল এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেই প্রতিবেদন আগেই প্রকাশিত হয়েছে।
আর সেই প্রতিবেদনকে হাতিয়ার করেই ফের একবার বিজেপিকে তুলোধোনা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা কেরলের ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “ভারতের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটারকে নিয়ন্ত্রণ করে বিজেপি ও আরএসএস। তাঁরাই মিথ্যা খবর প্রচার করে নির্বাচনগুলিকে প্রভাবিত করে। শেষপর্যন্ত মার্কিন মিডিয়াই আসল সত্য উদঘাটন করল।”
কী বলেছে মার্কিন মিডিয়া? ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা বিদ্বেষমূলক মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। অথচ ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে ফেসবুক কেন তেমন পদক্ষেপ করেনি, তার ব্যাখাও ওই প্রতিবেদনে দেওয়া হয়েছে।