প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। গভীর কোমায় আচ্ছন্ন তিনি। বৃহস্পতিবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন। বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল থাকলেও তিনি গভীরভাবে কোমায় আচ্ছন্ন রয়েছেন। তাঁকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।”
বাবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুত্র অভিজিৎ জানাচ্ছেন, রবিবার বাথরুমে পড়ে যাওয়ার আগে পর্যন্ত প্রণববাবু একদম স্বাভাবিক ছিলেন। এমনকী দিনকয়েক আগে গ্রামের বাড়ির কাঁঠাল পর্যন্ত খেতে চেয়েছিলেন তিনি। তাই মিরাটি থেকে ২৫ কেজির কাঁঠাল নিয়ে তিনি দিল্লী যান। বাবা-ছেলে মিলে সেই কাঁঠাল খেয়েও ছিলেন। তবে, তাতে প্রণববাবুর শুগার লেভেল খুব একটা বাড়েনি। তারপরই প্রণববাবুর হঠাত এই অসুস্থতা অভিজিতকে হতভম্ব করে দিয়েছে।
বাবার সম্পর্কে অভিজিত্ আরও বলেছেন, ‘তিনি যখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তখন তাঁর মেডিক্যাল রেকর্ডের দিকে নজর রাখতেন সেনাবাহিনীর ডাক্তাররা। সে জন্যই তাঁকে দিল্লী ক্যান্টনমেন্টের আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিপিই ও যাবতীয় সুরক্ষা নিয়ে তাঁকে চারবার দেখার সুযোগ পেয়েছি। শেষবার যখন দেখতে যাই, তখন তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ছিল।