এবার কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর মৃত্যুতে বিপাকে পড়লেন বিজেপি নেতা সম্বিত পাত্র। এক টেলিভিশন শোতে বিতর্কে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা কথা মুখপাত্র রাজীব। সেই শো তে উপস্থিত ছিলেন সম্বিত পাত্রও। ওই বিতর্কে অংশ নেওয়ার কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজীব ত্যাগী। কংগ্রেস নেতার মৃত্যুর জন্য উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অংশু অবস্তি সরাসরি বিজেপি নেতা সম্বিত পাত্রর ‘ব্যক্তিগত আক্রমণ’কেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ত্যাগীকে ‘ভুয়ো হিন্দু’, ‘বেইমান’-সহ বেশ কিছু অপমানজনক বিশেষণে সম্বোধন করা হয়েছে। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এবং টেলিভিশন বিতর্কের কিছুক্ষণ বাদেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
সম্বিতের শাস্তি দাবি করে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন অংশু। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ঐ শো চলাকালীন রাজীব ত্যাগীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন সম্বিত। ওই টেলিভিশন বিতর্কের সঞ্চালকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সম্বিত যখন রাজীবকে ‘বাজে কথা’ বলছিলেন, তখন তিনি বাধা না দিয়ে উৎসাহ দিয়েছেন। সমস্ত কংগ্রেস মুখপাত্রদের দাবি, ইচ্ছাকৃতভাবে যেকোনো টেলিভিশন শোতে বিজেপির মুখপাত্ররা ঘৃণা ছড়ানোর জন্য তৈরি থাকেন। রাজীব ত্যাগীর ক্ষেত্রেও ঘটনা এক। অতিরিক্ত ব্যক্তিগত আক্রমণ এবং ঘৃণা ছড়ানো মন্তব্য বিরোধী দলের প্রতিনিধিকে বেশিরভাগ সময়ই মানসিকভাবে বিপর্যস্ত করে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।