সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে ঘিরে বিবাদ। তার জেরেই এক তরুণীকে যৌন হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি সমর্থিত ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার হুমকি পাওয়া তরুণী।
মঙ্গল তন্তুবায় নামে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে টিটাগড় থানার দ্বারস্থ হন তরুণী। সোশ্যাল মিডিয়ায় হুমকি সংক্রান্ত একাধিক স্ক্রিনশট থানায় জমা দেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গল আদতে পুরুলিয়ার বাসিন্দা। রাতেই ওই যুবকের সমস্ত তথ্য বারাকপুর কমিশনারেটের সাইবার সেলে পাঠানো হয়েছে।
ওই তরুণীর দাবি, দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন। ফেসবুকের বন্ধু তালিকায় না থাকা সত্ত্বেও মঙ্গল তন্তুবায় নামে ওই যুবক সেই পোস্টের পরিপ্রেক্ষিতে নানা মন্তব্য করতে থাকে বলে অভিযোগ। গালিগালাজও দেয় সে। তাতে প্রতিবাদ করেন তরুণী। এরপর সোশ্যাল মিডিয়া থেকে ওই তরুণীর ছবি সংগ্রহ করে মঙ্গল। সেই ছবি নিয়ে তৈরি হয় অশ্লীল মিম। তারপরই তরুণীকে দেওয়া হয় একের পর এক যৌন হেনস্তার হুমকি। এরপরই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।