সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এক মাসের দীর্ঘ দড়ি টানাটানির খেলা শেষ হয়েছে রাজস্থানে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে ফের কাজে যোগ দিতে প্রস্তুত সচিন পাইলট। ঘরে ফিরে এসেছেন প্রাক্তন বিক্ষুব্ধ ১৮ বিধায়কও। তবে এরপরেও স্বস্তিতে নেই মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কারণ আজই মরু রাজ্যে শক্তি পরীক্ষার মুখে পড়তে হবে গেহলট সরকারকে। আজই রাজস্থান বিধানসভায় অনাস্থা আনছে বিজেপি।
যদিও সরকার পতনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ, ম্যাজিক ফিগার রয়েছে অশোক গেহলটের কাছে। তাছাড়া যে ছয় বিএসপি বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন, আস্থা ভোটে তাঁদের অংশগ্রহণকে বৈধ বলেছে সুপ্রিম কোর্ট। পাইলট ফিরে আসায় তাঁর অনুগামী ১৮ কংগ্রেস বিধায়কও কংগ্রেসের দিকেই থাকবে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার বসুন্ধরা রাজে সিন্ধিয়া-সহ বিজেপি নেতৃত্ব বৈঠকে বসেন। মরুরাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরির পরে এটাই ছিল বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক। বৃহস্পতিবার, সেই বৈঠকের পরে রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক গুলাবচাঁদ কাটারিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘শুক্রবার থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। আর তার প্রথম দিনেই আনা হবে অনাস্থা প্রস্তাব। এই বিষয়ে এদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’