করোনা আবহে রাজ্যের তৃণমূল সাংসদ দেব যেভাবে কাজ করে চলেছেন প্রতিদিন, তার জন্যে কোনও শব্দই যথেষ্ট নয়। এবার করোনা আক্রান্ত পরিবারের পাশেও দাঁড়ালেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন কলকাতা পুলিশও। দেশে লকডাউন শুরুর পর থেকেই অসহায়দের পাশে দাঁড়াতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন দেব। তাঁর উদ্যোগেই নেপাল থেকে ঘরে ফিরেছেন ২৮৬ জন পরিযায়ী শ্রমিক। শুধু তাই নয়, বিদেশের বহু জায়গা থেকেই ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করেছেন তিনি। রাশিয়া থেকেও ৭৭ জন পড়ুয়াকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন দেব। কখনও বা বেলঘরিয়ার বৃদ্ধ মাস্ক বিক্রেতার জন্যেও এগিয়ে এসেছেন সাহায্য নিয়ে, আবার কখনও যাদবপুরের করোনা আক্রান্ত রোগীর কথা জানতে পেরে চটজলদি তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন।
এবার তিনি এগিয়ে এলেন করোনা আক্রান্ত পরিবারের জন্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে। গত ১২ আগস্ট লোপামুদ্রা দাস নামে এক মহিলা টালিগঞ্জের করোনা আক্রান্ত এক পরিবারের সমস্যার কথা জানান ট্যুইটে। সেইসঙ্গে ট্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ দেবকে। ওই ট্যুইটার ব্যবহারকারী লেখেন, “এমন কি কারও নম্বর আছে বা কেউ কি এমন আছেন, যিনি করোনা আক্রান্ত এই পরিবারের প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে তাঁদের দিয়ে যেতে পারেন?” তিনি লেখেন, করোনা আক্রান্ত ওই পরিবারটির একজন সদস্য ক্যানসার আক্রান্ত, পরিবারে বয়স্ক ব্যক্তিও আছেন।
এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলার পরেই এগিয়ে আসেন দেব। মহিলাকে অভিনেতা-সাংসদ ট্যুইটারেই জানান, তাঁর সঙ্গে আইপিএস মুরলীধর শর্মার কথা হয়েছে। করোনা আবহে কলকাতা পুলিশের নিরলস কাজেরও প্রশংসা করেন তিনি। দেবের যোগাযোগের পরই কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, যুগ্ম কমিশনার (অপরাধ দমন) মুরলীধর শর্মা এগিয়ে আসেন পরিবারটির পাশে দাঁড়াতে। মহিলাকে তাঁরা ওই করোনা আক্রান্ত পরিবারের ফোন নম্বর ও ঠিকানা দিতে বলেন। তারপরই কলকাতা পুলিশের উদ্যোগে সমস্যার সমাধান হয় সেই পরিবারের।