“বাংলার রাজ্যপালকে এখানে নয়, কেন্দ্রের মুখপাত্র হিসেবেই বেশি ভাল মানায়।” এমন বক্তব্যের মাধ্যমে এদিন ফের জয়দীপ ধনকরকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বঞ্চনার পাল্টা রাজ্যপালের টুইট প্রসঙ্গে এদিন সল্টলেকে ডেঙ্গু সচেতনতার অনুষ্ঠানে এসে রাজ্যপালকে উদ্দেশ্যে করে তীব্র সমালোচনা করেন ফিরহাদ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। তারপরেও উনি টুইট করে কেন্দ্রের সুরে সুরে মেলাচ্ছেন। সুতরাং উনি রাজ্যের রাজ্যপাল নাকি কেন্দ্রের মুখপাত্র আমি জানি না। তবে যেটা বলছেন সেটা অসত্য বলছেন। তার কারণ প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী বারবার বিষয়টি ভেঙে বলেছেন বলেই প্রধানমন্ত্রী চুপ করে ছিলেন। কিছু বলতে পারেননি। প্রধানমন্ত্রীর কথা যদি রাজ্যপাল বলেন তাহলে ওনার নিশ্চয়ই প্রধানমন্ত্রীর মুখপাত্র হওয়া উচিত ছিল। বাংলার রাজ্যপাল হওয়া উচিত ছিল না।”
এর পাশাপাশি বৃহস্পতিবার সল্টলেকের নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতায় তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করা হয়। কেএমডিএর আবাসন এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্প্রে, ব্লিচিং পাউডার ছড়ানো হবে এই গাড়ি থেকে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন সল্টলেকের নগরোন্নয়ন ভবন থেকে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, বিভিন্ন পৌরসভা ডেঙ্গি সচেতনতা শুরু করেছে। একই সঙ্গে কেএমডিএ তাদের বিভিন্ন আবাসন এলাকায় সচেতনতা শুরু করেছে। ব্লিচিং পাউডার, স্প্রে দিয়ে যাতে মশা মুক্ত থাকার চেষ্টা করে। অন্যান্যবারের তুলনায় এবছর ডেঙ্গির দাপট কিছুটা হলেও কম।