বাংলার মা-মাটি-মানুষের স্বার্থে গত ৬ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোনার কাজ করতে গিয়ে ভিন দেশে আটকে পড়া বেশ কিছু পরিযায়ী শ্রমিককে নিজ উদ্যোগে রাজ্যে ফিরিয়ে এনেছেন তিনি। নেপাল, রাশিয়া, মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের ফেরানোর বন্দোবস্ত করেছেন। তারপর সুদূর রাশিয়ার মস্কো থেকে প্রায় ৭০ জনের বেশি ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়েছেন। কিছুদিন আগে যাদবপুরের এক করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছিলেন। এবার ফের ত্রাতার ভূমিকায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবার দেব ও কলকাতা পুলিশের যৌথ প্রচেষ্টায় করোনা আক্রান্তের পরিবারে পৌঁছাল প্রয়োজনীয় সামগ্রী।
প্রসঙ্গত, ১২ আগস্টের সন্ধেয় লোপামুদ্রা দাস নামে এক মহিলা টুইটে জানান, টালিগঞ্জ এলাকায় এক করোনা আক্রান্তের পরিবার সংকটে রয়েছে। তাঁদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নেই। বাইরে যাওয়ার অবকাশ নেই। বাড়িতে আবার প্রবীণ সদস্য এবং ক্যানসার আক্রান্ত রোগীও রয়েছে। এমন অবস্থায় তিনি অভিনেতা-সাংসদ দেবকে ট্যাগ করে সাহায্যের আবেদন জানান। আর তা দেখে রাতের মধ্যেই টুইটে দেব তাঁকে আশ্বস্ত করেন। জানান, কলকাতা পুলিশ খুবই ভাল কাজ করছে। আর এ বিষয়ে মুরলীধর শর্মা এবং তাঁর টিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা, যুগ্ম কমিশনার (অপরাধ দমন) মুরলীধর শর্মা তাঁকে আশ্বস্ত করে যোগাযোগের নম্বর ও ঠিকানা ইনবক্সে দিতে বলেন। তাতেই সমস্যার সমাধান হয়।