প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিপাকে পড়েছিলেন এনসিপি নেতা মজিদ মেনন। এবার মন্তব্য জানালেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তাঁর কথায়, সুশান্তের ঘটনা সত্যিই দুঃখজনক, কিন্তু এটা নিয়ে এত আলোচনাও ঠিক নয়।
এমনকি এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের তদন্ত নিয়ে মুখ খুললেন পাওয়ার। বলেন, সরকার এবং মুম্বাই পুলিশের কাজকে তিনি ৫০ বছর ধরে দেখে আসছেন, তাদের তিনি ভরসা করেন। তবে তদন্তের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। কারো যদি মনে হয় সিবিআই তদন্ত করবে তার বিরোধিতা তিনি করবেন না।
এনসিপি সুপ্রিমো স্পষ্টভাবে বলেছেন, তাঁর মনে হয় না এই ঘটনা কোন বড় ইস্যু। তাঁকে একজন কৃষক বলেছিলেন, গড়ে কমপক্ষে কুড়ি জন কৃষক আত্মহত্যা করেন। কিন্তু কৃষক আত্মহত্যা নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু এই ঘটনা নিয়ে এত আলোচনা হচ্ছে। পাওয়ারের বক্তব্য, সুশান্তের মৃত্যু দুঃখজনক, কিন্তু এ নিয়ে যত আলোচনা হচ্ছে তা আদতে হওয়ার নয়।