করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিস্থিতি মোকাবিলা করতে তাই মধ্যমগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হলে ৪০ শয্যার সেফ হোম তৈরি করল মধ্যমগ্রাম পুরসভা। কুড়িটি শয্যা পুরুষদের জন্য এবং কুড়িটি বেড মহিলাদের জন্য সংরক্ষিত। মধ্যমগ্রামের যে সব বাসিন্দার করোনা পজিটিভের লক্ষণ রয়েছে কিন্তু সমস্যা তেমন কিছু নয় তাঁদেরই মূলত এই সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।
সেফ হোমের উদ্বোধন করেছেন মধ্যমগ্রামের বিধায়ক তথা মুখ্য পুর প্রশাসক রথীন ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের মহকুমাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মধ্যমগ্রাম প্রশাসক বোর্ডের স্বাস্থ্য বিষয়ক দায়িত্বে থাকা নিমাই ঘোষ।
মূলত উপসর্গহীন এবং মৃদু উপসর্গ রয়েছে এমন রোগীদের সেফ হোমে রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে একশোর বেশি সেফ হোম রয়েছে। এখন এই সেফ হোমের সংখ্যা বাড়াতে চাইছে রাজ্য সরকার।
এ রাজ্যে কলকাতার পরেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলা। রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই জেলায় নতুন করে ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২,২৭৯। তবে এখনও পর্যন্ত ১৬,২২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।