স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকেরা৷ তবে আজ সকালের বুলেটিন জানাল অন্য খবর। জানা গেল গভীর কোমায় চলে গেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিমাপের মাপকাঠিগুলো এখনও স্থিতিশীল রয়েছে।
গতকাল রাত থেকেই গুজব ঘনিয়েছে তাঁকে নিয়ে। আজ সকালেও ছড়িয়ে যায় তাঁর মৃত্যু সংবাদ। স্বাভাবিক ভাবেই বিরক্ত এবং ক্ষুব্ধ হচ্ছেন পরিবার। প্রণব-পুত্র অভিজিৎ টুইট করে জানালেন, প্রণববাবু জীবিত এবং ‘হেমোডায়নামিক্যালি স্টেবল’ রয়েছেন। পাশাপাশি, বারবার এই মৃত্যুসংবাদের গুজব ছড়ানো নিয়ে যারপরনাই বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
প্রণবের টুইটের কিছুক্ষণ পরেই হাসপাতাল সূত্রে খবর আসে, কোমায় চলে গেছেন প্রণব। হাসপাতালের বুলেটিন বলেছে, “শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা একই রকম রয়েছে সকালে। তিনি গভীর কোমায় রয়েছেন এবং তাঁর শারীরিক প্যারামিটারগুলি স্থিতিশীল। ভেন্টিলেশনের সাপোর্টেই রয়েছেন তিনি।”