এবার কর্ণাটকে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার ভোররাতে এক যাত্রীবোঝাই বাসে বিধ্বংসী আগুন লাগায় পুড়ে মারা গেলেন দুই শিশু ও এক মহিলা-সহ ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ঝলসে যাওয়ায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। সেই বাসে ৩২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। চিত্রদূর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি অনেকেই। পুড়ে মারা যান অন্তত ৫ জন। তাঁদের মধ্যে এক মহিলা ও দুই শিশুও রয়েছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ভোর রাতে বাসটিতে ইঞ্জিনের কিছু সমস্যা দেখা দেওয়ার পরই তাতে আগুন ধরে যায় বলে মনে করছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন হিরিয়ুরের পুলিশ সুপার রাধিকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বাসটিকে আগুন লাগে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যেই এফআইআর-ও দায়ের করেছে হিরিয়ুর থানার পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভোর ৩.৩০টে নাগাদ ৪ নং জাতীয় সড়কের উপরে বাসটিতে আগুন ধরে গেলে ৫ জনের মৃত্যু হয়। বাসটি বিজাপুর থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল।’