করোনা ভাইরাসের জেরে এবার অপূরণীয় ক্ষতি হল ভারতীয় সাহিত্যজগতে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিখ্যাত ঊর্দু কবি ও সাহিত্যিক রাহাত ইন্দোরি। আজ মঙ্গলবার পরপর দু’বার হার্ট অ্যাটাক হয় তাঁর। ডাক্তার সূত্রে খবর, সম্প্রতি করোনা আক্রান্ত হন দেশের এই প্রতিবাদী কবি। তাঁর মতো প্রতিবাদী মানুষের প্রয়াণে শোকের ছায়া দেশের সাহিত্য মহলে। প্রসঙ্গত, দেশে যখন সিএএ নিয়ে প্রবল আন্দোলন চলছে, তখন কমেডিয়ান,গীতিকার বরুণ গ্রোভার ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’ শীর্ষক একটি কবিতা প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছিলেন, এই কবিতার অনুপ্রেরণা হিসাবে জনপ্রিয় কবি রাহাত ইন্দোরির কবিতার কথা।
দেশের নাগরিকত্ব নিয়ে যখন বিভিন্ন আন্দোলন তৈরি হচ্ছে, তখন রাহাত ইন্দোরির ‘সভি কা খুন হ্যায় শামিল ইহাঁ কি মিট্টি ম্যায়, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!’ লাইনটি প্রতিবাদী মহলে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। আর এই লাইনের স্রষ্টাই আজ চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। শুধু ঊর্দু ভাষার কবি কিংবা বলিউডের গীতিকার হিসেবেই নয়, চিত্রশিল্পী হিসেবেও গোটা বিশ্বে পরিচিতি ছিল রাহাত ইন্দোরির। নির্ভীক, প্রতিবাদী স্বর বলতে দেশের যে কয়েকজন বিশিষ্ট মানুষের নাম উঠে আসত সম্প্রতি, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রাহাত।
করোনা আক্রান্ত হওয়ার পরে তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন সেই খবর। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, “শারীরিক অবস্থা জানতে আমার পরিবারকে ফোন করার দরকার নেই। আমি নিজেই জানাব তা।” কিন্তু তার আগেই আজ সন্ধ্যায় থেমে গেল তাঁর হৃদযন্ত্র। বিকেল সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যে হাসপাতালে রাহাত ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসক বিনোদ ভাণ্ডারী বলেন, “করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ৬০ শতাংশ নিউমোনিয়া ছিল। এদিন দুবার হার্ট অ্যাটাক হওয়ার পর আর তিনি চিকিৎসায় সাড়া দেননি।”