চারদিকে যখন স্বার্থপরতার বাড়বাড়ন্ত, কুড়িয়ে কাচিয়েও শুধু মাত্র ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়া দায়, ঠিক সেই সময় স্ত্রী দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও তাঁকে কাছছাড়া করতে রাজি নন কর্নাটকের এক বৃদ্ধ। তাই বানিয়েছেন স্ত্রীর মোমের মূর্তি। নিজের নতুন বাড়ি তৈরি তিনি গৃহলক্ষ্মীকে সঙ্গে নিয়েই গৃহপ্রবেশ করলেন। বৃদ্ধের পাশেই হাসিমুখে বসে থাকতে দেখা গেল তাঁর প্রয়াত স্ত্রী-কে!
বেল্লারির কাছে কোপ্পাল জেলার বাসিন্দা শ্রীনিবাস গুপ্তা। স্ত্রী বিয়োগ মেনে নিতে না-পেরে তিনি তৈরি করিয়েছেন তাঁর স্ত্রীর মোমের মূর্তি। সেটি নিয়েই নতুন গৃহে প্রবেশ করেছেন। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, নতুন বাড়ির সোফায় স্ত্রীর মূর্তি পাশে নিয়ে বসে রয়েছেন শ্রীনিবাস।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভালোবাসার কাহিনি ছড়িয়ে পড়েছে। ছবি ও ভিডিয়ো মন ভালো করে দিয়েছে নেটিজেনদের। স্ত্রীর প্রতি এমন অপার ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।