করোনায় তটস্থ গোটা বিশ্ব। কিন্তু বিজেপির নেতা করোনা জুজুকে তেমন একটা ভয় করে না। সমাজের সচেতনতার ব্যাপারেও উদাসীন তা আরও একবার বোঝা গেল বিজেপির দলীয় বিধায়কের স্মরণসভার আয়োজনে। এই পরিস্থিতিতে মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা যে ঠিক কতটা প্রয়োজনীয় তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তবে তা সত্ত্বেও দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ভিড়ে ঠাসা স্মরণসভার মঞ্চে মাস্ক ছাড়া বক্তৃতা দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেসব ছবি পোস্ট করেছেন তিনি।
হেমতাবাদে মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সঙ্গে শনিবার দেখা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেবেন্দ্রনাথের মৃত্যুর পর প্রথমবার সেখানে গেলেন তিনি। বিধায়কের বিন্দোলের বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে একান্তে বেশ খানিকক্ষণ কথাও বলেন।
যে চায়ের দোকানে বিধায়কের দেহ উদ্ধার হয়েছিল, সেখানে দেবেন্দ্রনাথ রায়ের মূর্তি তৈরির জন্য ভিতপুজো করেন তিনি। সেখানেও ভিড় ছিল যথেষ্ট। সঙ্গে মাস্ক থাকলেও, তা পরতে দেখা যায়নি তাঁকে।