বহুদিন ধরেই অপেক্ষা করে বসে রয়েছেন ঘাটালবাসী। কিন্তু এখনও কার্যকর হয়নি বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’। এ নিয়ে এবার সরাসরি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দুষলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। তিনি জানান, সাংসদ হিসাবে যা করণীয় ছিল তার থেকে বেশিই তিনি করেছেন। কিন্তু কেন সময় লাগছে তা তিনি বুঝতে পারছেন না। তাঁর দাবি, ‘আমরা সরকারে থাকলে অনেক আগেই তা হয়ে যেত।’ মেদিনীপুর জেলা পরিষদ হলে বৃহস্পতিবার দলের জেলা কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন দেব। সেখানে আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হলে তা কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়। পরে দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা কালেক্টরেটে গিয়ে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।
গতকাল ঘাটালে এক সংবর্ধনা অনুষ্ঠানের কর্মসূচীও ছিল। তবে তা বাতিল করেছেন দেব। নবনির্বাচিত ঘাটাল কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক পরিচালন সমিতির পক্ষে ওই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। দেব জানিয়েছেন, তিনি হাজির হলেই ভিড় বাড়ত। তার ওপর এই সময়টা কোনও অনুষ্ঠান করার সময় নয়। এখন কাজ করার সময়। তাই বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষের পাশে কীভাবে থাকা যায় তা নিয়ে আলোচনা করতেই মেদিনীপুরের বৈঠক করা। রামমন্দিরের ভূমিপুজো নিয়ে গতকাল প্রশ্ন করা হয় তৃণমূলের তারকা সাংসদকে। তিনি বলেন, ‘এই সময়ে কোনটা আগে প্রয়োজন সেই প্রশ্ন একটা বাচ্চা ছেলের কাছে করলে সেও তার উত্তর দিয়ে দেবে। এর জন্য আমার কাছে আসতে হবে না।’