আজ বেলা একটায় রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভিসি দিলীপ কুমার মিশ্র। ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের বাসিন্দা সৌরদীপ দাস। দ্বিতীয় হয়েছেন দুর্গাপুরের শুভম ঘোষ। তৃতীয় স্থান দখল করে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকুরিয়ার শ্রীমন্তী দে।
করোনা আবহের মধ্যে পরীক্ষার ১৭৯ দিন বাদে ফল প্রকাশিত হল। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৫৫তম রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৭৬ হাজার পরীক্ষার্থী। আর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর আড়াইটের পর www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। যদিও করোনার কারনে এবার কাউন্সেলিং হবে অনলাইনে।
প্রসঙ্গত, সৌরদীপ দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। দ্বিতীয় স্থানাধিকারী দুর্গাপুর DAV পাবলিক স্কুলের ছাত্র। এই স্কুলের পূর্ণেন্দু সেন পঞ্চম স্থান দখল করেছেন। তৃতীয় স্থানাধিকরী শ্রীমন্তি দে DPS রুবি পার্কের পড়ুয়া।