২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে যোগ দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইনে। মূলত, মেসির ছত্রছায়া থেকে বেরিয়ে ইউরোপের মঞ্চে নিজেকে মেলে ধরার লক্ষ্যেই বার্সেলোনা ছেড়েছিলেন তিনি। যদিও শেষ ৩ বছর প্যারিসে খুব একটা সুখে কাটেনি ব্রাজিলিয়ান তারকার। চোট ও বিতর্ক তাঁর সঙ্গী হয়েছে বারবার। তা সত্ত্বেও নেইমার দাবি করেছেন, পিএসজি’তে যোগ দেওয়ার পর থেকেই তিনি সেরা ছন্দে রয়েছেন।
সম্প্রতি ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “গত তিন বছরে আমি অনেক পরিণত হয়েছি। প্যারিসে অনেক সুখের মুহূর্ত কাটিয়েছি। পাশাপাশি বেশ কয়েকবার কঠিন পরিস্থিতিরও মোকাবিলাও করতে হয়েছে। তবে সহ-ফুটবলারদের সহযোগিতায় আমি যাবতীয় বাধা কাটিয়ে উঠেছি। সাফল্যই তার সবচেয়ে বড় প্রমাণ।”
পিএসজি’র হয়ে দু’টি মরশুমে একাধিক ট্রফি জিতলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরাই রয়েছে নেইমারের। অনেকের মতো তিনিও জানেন, প্যারিসের ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখা একপ্রকার বাতুলতা। তাই চলতি বছরের শুরুতে প্রাক্তন ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু ক’দিন আগে কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ সাফ জানিয়ে দিয়েছেন, আর্থিক সমস্যার কারণে নেইমারকে ফিরিয়ে আনার সম্ভাবনা নেই। যা শুনে স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’। তাই এখন প্যারিসের ক্লাবটির কর্তাদের খুশি রাখতেই চাইছেন তিনি।