দেশের শাসনভার হিন্দুদের হাতেই থাকা উচিত। আজ এমনই টুইট করে ফের নতুন বিতর্ক উস্কে দিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। কিছুদিন আগে আরবের মহিলাদের নিয়ে পুরনো টুইটের জেরে সমস্যায় পড়েছিলেন বেঙ্গালুরু দক্ষিণের এই বিজেপি নেতা। বিষয়টি নিয়ে সেইসময় বিশ্বজুড়ে সমালোচনা হওয়ায় অবশ্য টুইটটি ডিলিট করতে বাধ্য হন তিনি। এবার ফের নতুন করে বিতর্ক তৈরি করায় ইতিমধ্যেই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কাছে তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কিছুক্ষণ বাদেই ওই বিতর্কিত টুইটটি করেন কর্ণাটকের বেঙ্গালুরু দক্ষিণের ২৯ বছরের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি লেখেন, “প্রিয় হিন্দুরা, ধর্মকে রক্ষা করার জন্য দেশের শাসনক্ষমতা যে হিন্দুদের হাতেই থাকা উচিত, আজকের ঘটনা থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা শিখলাম। যখন আমাদের হাতে দেশের ক্ষমতা ছিল না তখন আমরা আমাদের মন্দির খুইয়ে ছিলাম। কিন্তু, ফের যখন ক্ষমতা ফিরে পেয়েছি তখনই আমরা নতুন করে মন্দির তৈরি করেছি। শ্রী নরেন্দ্র মোদীর জন্য এটা সম্ভব হয়েছে।”
বিজেপি সাংসদের এই বিতর্কিত টুইটের কথা প্রকাশ্যে আসার পরেই তাঁর পদত্যাগের দাবি তুলেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ুকে টুইট করে তেজস্বীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন অনেকে। এই প্রসঙ্গে কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন সরকারি আইনজীবী বি টি ভেঙ্কটেশ বলেন, “বেঙ্গালুরুর মতো একটি শিক্ষিত শহরের সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য কখনই আশা করা যায় না। তিনি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি দেশের সংবিধানের বিরোধী। এর ফলে ভারতের সংবিধানের ঐতিহ্য, নীতি ও আদর্শের অবমাননা হয়েছে।”