রামমন্দির আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এবার মোদীর সেই ‘স্বাধীনতা’ মন্তব্যকে খারিজ করে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, কোনও তুলনাই হয় না।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার মমতা বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের কাছে সবচেয়ে বড় দিন। স্মরণীয়, ঐতিহাসিক ও গণতান্ত্রিক দিন। এই দিনের সঙ্গে অন্য কোনও দিনের তুলনা হয় না।’ সেইসঙ্গেই তিনি সাফ জানান, ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। এই দিনটাই আমাদের জীবনের সব থেকে স্মরণীয়, বরণীয় দিন। অন্য কোনও দিনই এর সঙ্গে তুলনীয় নয়।’ সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ‘করোনা পরিস্থিতিতে এই বছর কেউ বাইরে কোনও অনুষ্ঠান করবেন না স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। সবাই নিজের নিজের ঘরে পতাকা তুলুন, ছোট করে অনুষ্ঠান করুন।’
পাশাপাশি এদিন ভুয়ো করোনা পরীক্ষা চক্রের ফাঁদে পা দেবেন না বলেও রাজ্যবাসীকে সতর্ক করেন মমতা। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ যদি আপনার কাছে এসে বলে, নমুনা সংগ্রহ করবে তাকে সোয়াব দেওয়ার আগে সরকারি স্ট্যাম্প দেখে নিন।’ আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে এদের প্রশ্রয় দেবেন না। এরা চিট করছে। ভুল রিপোর্ট দিচ্ছে আর মানুষকে ভয় পাওয়াচ্ছে।’