রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও বিজেপির বিরুদ্ধে বরাবরই এই অভিযোগ উঠেছে, তাদের লক্ষ্য ‘হিন্দি-হিন্দু-হিন্দুস্থান’-এর সফল বাস্তবায়ন করা। অর্থাৎ ধর্মের ভিত্তিতে বিভাজন। এছাড়াও সঙ্ঘ পরিবারের যে তিনটি কোর ইস্যু আছে তার মধ্যে দুটি পূর্ণ হয়ে গেছে। একদিকে, অযোধ্যায় নির্মাণ হচ্ছে রাম মন্দির। অন্যদিকে, কাশ্মীরে অবলুপ্ত ৩৭০ ধারা। এবার যাবতীয় নজর হল ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির ওপর অর্থাত সিভিল বিষয় সারা দেশের জন্য অভিন্ন আইন। কিন্তু এই ইস্যুতে কিছুটা ধীরে চলো নীতি নিতে আগ্রহী আরএসএস। বিজেপি ও আরএসএস নেতারা এই বিষয়টিতে সহমত তৈরী করার প্রয়োজন আছে বলে মনে করেন বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, এটি সঙ্ঘের একেবারে আদি দাবিগুলির মধ্যে একটি। ১৯৯৮ সাল থেকে বিজেপির ইস্তাহারেও আছে অভিন্ন দেওয়ানি বিধি। দল চায় যে আইন কমিশন এমন একটি বিধি বানাক যেখানে মহিলাদের যথাযথ সম্পত্তির অধিকার দেওয়া হয়। একই সঙ্গে তাদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকারও সংযুক্ত হবে। ডিভোর্স সম্পর্কিত আইনের সংশোধনও এর অংশ হবে যেখানে বাধ্যতামূলক হবে সব বিয়ে নথিভুক্ত করা। অনেকেই মনে করেন যে গত বছর মুসলিমদের তিন তালাক উঠিয়ে দেওয়া ছিল অভিন্ন দেওয়ানি বিধির প্রথম ধাপ। ইতিমধ্যেই এর বিরুদ্ধে সরব হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তবে শুধু মুসলিম নয় হিন্দুদের মধ্যেও একাংশের ইউসিসি নিয়ে আপত্তি থাকবে বলে মনে করছে আরএসএস।