করোনা ভাইরাসের হানায় থরহরিকম্প গোটা দেশ। দীর্ঘ লকডাউনের জেরে পকেটে টান পড়েছে দেশবাসীর। কিন্তু এই পরিস্থিতিতেও স্বস্তির ছবি বাংলায়। করোনা-লকডাউনের আবহেও রাজ্যে ১০০ দিনের প্রকল্পে যে পরিমাণ কাজ হয়েছে তাকে ‘অকল্পনীয়’ বলছে খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকই। যখন দেশের সর্বত্র এই প্রকল্পে কাজ সেভাবে হচ্ছে না, সেখানে চার মাসে বাংলায় ৪ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে ফেলেছে। যা পুরো বছরের বরাদ্দের প্রায় ৭৫ ভাগ। রাজ্যের ৯১ লক্ষ সক্রিয় জবকার্ডধারীর মধ্যে চার মাসেই পঞ্চায়েত দফতর কাজ দিয়েছে প্রায় ৭৬ লক্ষ মানুষকে।
এ প্রসঙ্গে উত্তরবঙ্গের এক জেলাশাসক বলেন, ‘মাস্টার রোল, উপভোক্তা এবং যাঁদের জবকার্ডে কাজ হয়েছে সে সব মেলাতে পঞ্চায়েতগুলিকে বলা হয়েছে।’ দক্ষিণবঙ্গের এক জেলাশাসকের কথায়, ‘টানা লকডাউনে মানুষের হাতে কাজ ছিল না। তাই অনেকে এসে কাজ চেয়েছেন। সেই কারণেই কাজ বেশি হয়েছে।’ আর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাফ কথা, ‘যদি চুরি-জোচ্চুরি হয়ে থাকে দিল্লির দল এসে ধরুক। তা না হলে বলে যেতে হবে, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গই সেরা। ১০০ দিনের কাজের আইন অনুযায়ী মানুষ কাজ চাইলে দিতে হবে, না দিতে পারলে বেকার ভাতা দিতে হবে। আমরা সবাইকে সময়ে কাজ দিয়েছি বলে এখনও কাউকে বেকার ভাতা দিতে হয়নি।’
পঞ্চায়েত দফতরের পরিসংখ্যান বলছে, এ বছরের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও পুরনো সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে ১০০ দিনের কাজ। ২০২০-২১ এর এপ্রিল-জুলাই পর্যন্ত ৭ কোটি ৬০ লক্ষ কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য। কিন্তু চার মাস পর দেখা যাচ্ছে, ১৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। ২০১৯-২০ সালে প্রথম চার মাসে ৮ কোটি ৩১ লক্ষ কর্মদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে হয়েছিল, ৫ কোটি ৩৮ লক্ষ। গত বছর পরিবার-পিছু ৫০ দিন কাজ দেওয়া সম্ভব হয়েছিল। এ বার প্রথম চার মাসেই পরিবার পিছু ২৯ দিন কাজ দিয়ে দেওয়া হয়েছে।