বারবারই বিজেপিকে মুসলিম বিরোধী দল বলে তুলোধনা করেছে দেশের বিরোধীরা। এবার প্রকাশ্যে চলে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুসলিম বিরোধী মনোভাব। অযোধ্যায় বিকল্প ৫ একর জমিতে হতে চলা মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যাবেন না বলে স্পষ্ট করে দিলেন তিনি। প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসের পুরো দায়িত্বই নিজে নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠান শুরুর আগে থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিটি বিষয়ে নজর রেখেছিলেন। শেষপর্যন্ত নির্বিঘ্নেই মিটেছে সে কাজ। এরপরই যোগীর দিকে ধেয়ে আসে ‘কাঙ্খিত প্রশ্ন’। অযোধ্যায় মসজিদের শিলান্যাসে যাবেন আপনি? সাংবাদিকদের এহেন প্রশ্নে রীতিমতো রুক্ষ জবাব দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, ‘আমাকে ওরা ডাকবেও না, আর আমি যাবও না।’ প্রশাসক যোগীর এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
উল্লেখ্য, রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতির মধ্যেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছিল মসজিদ তৈরির কাজও। রাম মন্দির রায়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল, বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি হলেও মসজিদ নির্মাণের জন্যে অযোধ্যাতেই পাঁচ একর জমি দিতে হবে। সুপ্রিম কোর্টের সেই রায় অনুযায়ী, অযোধ্যারই ধান্নিপুরে ৫ একর জমি দেওয়া হয় মসজিদ নির্মাণের জন্যে। গত বুধবারই সেই মসজিদ নির্মাণের জন্য ‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন’ নামে ট্রাস্ট তৈরি হয়। উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকি জানান, ‘অযোধ্যার জমিতে মসজিদ, ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি ও হাসপাতাল তৈরি হবে। আর এই সবকিছুর পুরো বিষয়টি করবে ট্রাস্ট।’ আপাতত ১৫ সদস্যের ট্রাস্টের মধ্যে ৯জনকে বেছে নেওয়া হয়েছে। বাকি ৬ জনকেও শীঘ্রই অন্তর্ভূক্ত করা হবে।