করোনা মহামারীর কারণে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৯ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তবে সঠিক নীতি মেনে চললে আগামী আর্থিক বর্ষে ভারতের অর্থনীতি পুরনো অবস্থাতে ফিরে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, ‘কোভিড-১৯-এর ফলে সৃষ্টি হওয়া মহামারীর কারণে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৯ শতাংশ কমে যেতে পারে। তবে সঠিক নীতি অনুসরণ করে চললে আগামী অর্থবর্ষেই তা ফিরে আসবে। অবশ্য দেশের এই করুণ হাল শুধুমাত্র করোনার কারণেই হয়নি। গত চার থেকে পাঁচ বছর ধরেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। করোনা মহামারীর কারণে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে এই আর্থিক বর্ষের শেষে আপনি দেখবেন ৬ থেকে ৯ শতাংশ বৃদ্ধির হার কমেছে।’
ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ওই ভার্চুয়াল বৈঠকে দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াবে তার ব্যাখ্যাও দেন সুব্রহ্মণ্যম স্বামী। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি একাধিক চিঠি দিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের উৎপাদন করার ক্ষমতা রয়েছে। শুধু শ্রমিকরা ও কৃষকরা তাঁদের কাজের জায়গায় ফিরে গেলে, সঠিক নীতি মেনে নতুন করে সব কাজ শুরু হলেই দেশের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছে যাবে। চার-পাঁচদিন আগে এই বছরের শেষের দিকে দেশের আর্থিক পরিস্থিতি কেমন হবে তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছি।’