লোকসভা নির্বাচনের পরে হিড়িক উঠেছিল রাজনৈতিক দলবদলের। ভোটের ফল দেখে এবং গেরুয়া বাহিনীর হুমকির মুখে বহু নেতা-কর্মীই যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু কিছুদিন গড়াতেই অনেকেই নিজেদের ভুল বুঝছেন। তাই ত্যাগ করছেন গেরুয়া সঙ্গ। এবার যেমন ‘ঘর ওয়াপসি’ করলেন দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী নেতা বিপ্লব মিত্র।
আজ, শুক্রবার দুপুরে তৃণমূল ভবনে তাঁর হাতে ফের একবার দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারই বিপ্লব মিত্রকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করার কথা ছিল তৃণমূল মহাসচিবের। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রয়াণে সেই কর্মসূচী বাতিল করা হয়।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। তাঁর সঙ্গেই বিজেপিতে গিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি, একঝাঁক জেলা পরিষদ সদস্য, কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য। সূত্রের খবর, বিজেপিতে খাপ খাওয়াতে পারছিলেন না প্রাক্তন বিধায়ক। ‘কাঙ্খিত গুরুত্ব’ না পেয়েই পুরনো দলে ফিরতে চেয়ে বার্তা দিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপি ছাড়ার কারণ জানাতে পারেন বর্ষীয়ান নেতা।