দেশ জুড়ে দীর্ঘ লকডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি। তবে সেই ধাক্কা সামলে যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন, রাস্তায় নামছেন মানুষ, তখন মাত্রাতিরিক্ত হারে বেড়েছে জ্বালানির দাম। আর তার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও দেশের বাজারে দুর্মূল্য হয়ে উঠেছে পেট্রোল-ডিজেল। শুধু তাই নয়। প্রথা অনুযায়ী দেশে পেট্রোলের দাম বেশি থাকে ডিজেলের থেকে। কিন্তু দিনকয়েক আগে প্রথমবার দিল্লীতে পেট্রোলের থেকে দামি হয়ে গিয়েছে ডিজেল। সেই অবস্থাই বজায় ছিল বেশ কয়েকদিন ধরে। এবার দিল্লীবাসীকে স্বস্তি দিতে সুরাহার পথ বের করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাট কমিয়ে এক ধাক্কায় রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮ টাকারও বেশি কমিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার বাকি মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে।
কেজরিওয়াল ঘোষণা করেন, ডিজেলের ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিয়ে ১৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দিল্লিতে ডিজেলের উপর ভ্যাট দিতে হত ৩০ শতাংশ। ভ্যাট কমানোর ফলে রাজধানীতে এক ধাক্কায় লিটারে ৮.৩৬ টাকা সস্তা হয়ে গিয়েছে ডিজেল। বর্তমানে দিল্লীতে ডিজেলের দাম লিটারপিছু ৮১.৯৪ টাকা। যা পেট্রোলের থেকে (লিটারে ৮০.৪৩ টাকা) অনেকটাই বেশি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকেই দিল্লীতে চালু হয়েছে নয়া দাম। উল্লেখ্য, গত রবিবার ডিজেলের দাম আরও বাড়ায় রাজধানীতে ডিজেলের দাম লিটারপিছু হয় ৮১.৯৪ টাকা। পেট্রোলের দাম হয় লিটারে ৮০.৪৩ টাকা। কলকাতায় গত রবিবার ডিজেলের দাম ছিল লিটারপিছু ৭৭.০৪ টাকা। পেট্রোলের দাম লিটারে ৮২.১০ টাকাই ছিল। এর পর আর দাম বাড়েনি। সোম, মঙ্গল, বুধবারের পর এই দামই অপরিবর্তিত রয়েছে বৃহস্পতিবারও।