আগামী রবিবার গভর্নিং কাউন্সিলের বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে আসন্ন আইপিএলের সূচি। কিন্তু তার ৩ দিন আগেই শোনা গেল, পিছিয়ে যেতে পারে আইপিএল ফাইনালের তারিখ। ক্রিকেটমহলে এমনটাই কানাঘুষো চলছে। যদিও টুর্নামেন্ট সূচি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী রবিবারের বৈঠকেই স্থির হতে পারে আইপিএল ফাইনালের পরিবর্তিত তারিখ।
এর আগে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল আগে জানিয়েছিলেন, আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে ফাইনাল আয়োজন করার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, ফাইনাল যদি ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হয়, তা হলে ৫১ দিনের পরিবর্তে মেগা টুর্নামেন্ট হবে ৫৪ দিনের।
আর ১০ তারিখ ফাইনাল হলে, তা অন্যান্য বারের তুলনায় এবার প্রথা ভেঙে হবে সপ্তাহের মাঝখানে, একটি ব্যস্ত দিনে। কারণ অন্যান্য বার ফাইনাল হয়েছে রবিবার। তবে সূচির ব্যাপারে সরকারি সিলমোহর পড়বে গভর্নিং কমিটির বৈঠকে। তবে ফাইনাল পিছিয়ে গেলে সমস্যায় পড়বে ভারতীয় দলই। কারণ তখন আইপিএল শেষ করেই টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ায় যেতে হবে টিম ইন্ডিয়াকে।