বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব নতুন নয়। ভিনদল থেকে আসা নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিজেপির পুরনো নেতা-কর্মীদের বনিবনার অভাবের অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এই করোনা পরিস্থিতিতেও ফের প্রকাশ্যে এসে পড়ল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। দু’দিন আগেই দিল্লীতে বিজেপির সাংগঠনিক বৈঠকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও আরও দুই নেতা। সূত্রের খবর, অন্য দল থেকে আসা নেতাদের সম্মান দেওয়া হচ্ছে না বলে তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উষ্মা প্রকাশ করেন। বিজেপির তরফে অবশ্য বিষয়টিকে নেহাৎ গুজব বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু কলকাতায় ফিরে বুধবার স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বললেন, তাতে দ্বন্দ্বই আরও বেআব্রু হল।
দিলীপের মন্তব্য, ‘তৃণমূলে অর্জুন সিংয়ের কী সম্মান ছিল! ওঁকে তো আমরাই সম্মান দিয়েছি। কলকাতার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে এত মিডিয়ার সামনে আসছেন, তৃণমূলে থাকলে পারতেন?’ এতেই না থেমে দিলীপ বলে বসেন, ‘তৃণমূলে কর্মচারী হয়ে থাকে। আমাদের দলে এসে কার্যকর্তা হয়!’ দিলীপের এহেন মন্তব্য রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আরও ইন্ধন দেবে বলে মনে করছেন দলেরই একাংশ। বিজেপির অন্দরে দিলীপ-বিরোধী বলে পরিচিত এক নেতার কথায়, ‘দিলীপদার এই সব প্ররোচনামূলক বক্তব্য তৃণমূলের হাত শক্ত করে দিচ্ছে। দিল্লী বারবার আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার কথা বলছে। অথচ আমরা নিজেদের মধ্যে দড়ি টানাটানিতেই ব্যস্ত।’ বিজেপির এক রাজ্য সম্পাদকের মতে, ‘গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ লড়াই শুরুর বৈঠক থেকেই যেন দ্বন্দ্ব আরও প্রকট হল!’