করোনা আবহের মধ্যেই উপত্যকায় বার বার হামলা চালাচ্ছে জঙ্গীরা। তার পাল্টা উত্তর যদিও বা দিচ্ছে ভারতীয় সেনা। তবে জঙ্গীদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করতেও সদাতৎপর ভারতীয় সেনা। এদিন তারই এক নমুনা ফুটে উঠল জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরে। সেনার চোখে ফাঁকি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বেঘোরে মারা পড়ল ২ পাক জঙ্গী। ঘটনায় আহত হয়েছে আরও এক জঙ্গী। এদিন সকালে এমনটাই জানালো ভারতীয় সেনা।
সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, “সোমবার রাত্রি ১১টা নাগাদ তিনজন পাক জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা করে নৌশেরা সেক্টরের বিপরীতে কালাল এলাকা থেকে। ওই জঙ্গীদের কোনও একজনের পা পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় মাটিতে পুঁতে রাখা ল্যান্ড মাইনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জঙ্গীর আহত হয়েছে আরও একজন। আর এই গোটা ঘটনা ঘটেছে পাক অধিকৃত কাশ্মীরে। প্রবল বর্ষার কারণে মাটি ধুয়ে ল্যান্ডমাইন গুলো কিছুটা বাইরে চলে এসেছে। পুঁতে রাখা সেই লাইন মাইনেই পা পড়ে জঙ্গীদের যার জেরেই এই ঘটনা ঘটে”।
প্রসঙ্গত সীমান্তের ওপারে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে রয়েছে সে খবর আগেই এসেছিল সেনাবাহিনীর কাছে। প্রায় শতাধিক জঙ্গী একাধিক সেক্টরে অপেক্ষা করছে অনুপ্রবেশের জন্য।