এখন থেকে কোনওরকম লাইসেন্স ছাড়াই হ্যান্ড স্যানিটাইজার স্টক এবং বিক্রি করা যাবে। নয়া নির্দেশিকায় এমনই কথা ঘোষণা করেছে কেন্দ্র। করোনা ভাইরাস মহামারি ঠেকাতে মানুষের হাতে স্যানিটাইজারের জোগান বাড়ানোর জন্যই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
গত ২৭ জুলাই নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের সবরকম লাইসেন্সের আওতার বাইরে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের স্টক করা ও বিক্রিকে। গেজেট অফ ইন্ডিয়াতেও প্রকাশিত হয়েছে এই নির্দেশ। যে তারিখে প্রকাশিত হয়েছে, সে দিন থেকেই এই নির্দেশ চালু হবে বলে জানানো হয়েছে সেখানে।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের চরম সমালোচনা করেছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। তাদের দাবি, কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে ভারতীয় বাজারে নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারের বিক্রি আগের তুলনায় অনেক বেড়ে যাবে। সেই কারনে এআইওসিডি চিঠি দিয়ে জানিয়েছে, “হ্যান্ড স্যানিটাইজারে ক্লোরিক্সিডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ইসোপ্রোপাইল অ্যালকোহল, ইথানল ইত্যাদির মতো জিনিস থাকে। যেগুলি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকেই কিনতে হয়। যখন কোনও ওষুধের দোকানে স্যানিটাইজার বিক্রি হয়, তখন সরকারি সংস্থা তার গুনমান পরীক্ষা করার সুযোগ পায়।”