বেশ কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এমনকি ধীরে ধীরে শারীরিক অবস্থারও অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। আজ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন কোচবিহারের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুব্রত বর্মন।
জানা গিয়েছে, কোচবিহারের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিষ্ণুব্রত বর্মনের শরীরে করোনার একাধিক উপসর্গও ছিল। স্বাভাবিকভাবেই সন্দেহ মনে দানা বেঁধেছিল। সেই কারণে কোচবিহার মেডিক্যাল কলেজে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখনই সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।
তারপরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল কোচবিহার মেডিক্যালে। এরপর তিনি আক্রান্ত কি না নিশ্চিত হতে ফের পরীক্ষা করা হলে রিপোর্ট আসে নেগেটিভ। কিন্তু ক্রমশ ওই তৃণমূল নেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার জেরে পরবর্তীতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই বিষ্ণুব্রত বাবুর অবস্থার আরও অবনতি হয়। এরপরই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার।
সূত্রের খবর, মঙ্গলবার গাড়িতে শিলিগুড়ি থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল ওই ব্যক্তিকে। শহরেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর আজ সকালে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষ্ণুব্রতবাবু। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাক্তন যুব তৃণমূল সভাপতির মৃত্যুতে শোকস্তব্ধ দলের নেতা-কর্মীরা।