আজ মঙ্গলবার। আর দিন তিনেক পরেই ইদুজ্জোহা। তার আগে ভারতের কাছ থেকে দারুণ উপহার পেল বাংলাদেশ। সোমবার বাংলাদেশের হাতে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিন তুলে দিয়েছে ভারত। যাকে একপ্রকার ইদের উপহার হিসেবেই দেখছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে পাওয়া উপহারের পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
সোমবার ভারত সরকারের পক্ষ থেকে ওই ১০টি ব্রডগেজে লোকোমোটিভ রেল ইঞ্জিন বাংলাদেশ সরকারকে দেওয়া হয়। গতকাল নদীয়ার গেদে সীমান্ত রেল স্টেশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের হাতে ইঞ্জিনগুলি তুলে দেয় ভারতীয় রেল কর্তৃপক্ষ। গেদে সীমান্তে এক অনুষ্ঠানের পর রেল ইঞ্জিনগুলি বাংলাদেশের দিকে রওনা দেয়। দর্শনা সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকে ইঞ্জিনগুলি। দুই দেশের উচ্চপদস্থ অফিসাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইঞ্জিন হস্তান্তর করেন।