এক ট্রলার মালিকের জালে ৭৮০ কেজি ওজনের এক বিশালাকার চিল শংকর মাছ ধরা পরে আজ। দীঘা মোহনায় সপ্তাহের শুরুতেই সেই দৈত্যাকৃতি মাছ দেখতে করোনা ভুলে ভিড় জমান স্থানীয় মানুষ থেকে পর্যটকরা। মাছটি নজরে পড়তেই কেউ কেউ ক্যামেরাবন্দি করেন সেটিকে। জানা গিয়েছে, রানাঘাটের এক ব্যবসায়ী কিনেছেন মাছটি ।
দিঘা মোহনা বাজারে মাছটি এলে খবর এলাকায় চাউর হয়ে যায়। তারপর করোনা আতঙ্ক দূরে সরিয়ে মাছ দেখতে বাজারে হাজির হন বহু মানুষ। কারণ, এই আকৃতির শংকর মাছের দেখা সাধারণত মেলেনা।
নবকুমার পয়ড়্যার কাঁটাতে বিক্রির জন্য পাঠানো হয় মাছটিকে। নিলামে রানাঘাটের এক পাইকার ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন। এপ্রসঙ্গে এক মৎস্যজীবীর কথায়, “এত বিশাল আকারের মাছ খুব একটা দেখা যায় না। তাই সেটিকে দেখার জন্য এত উদগ্রীব মানুষ”।