রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়ামকে বিক্রির জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রের মোদী সরকার। এই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে এবার ফের নিজের স্বমূর্তি ধারণ করল মোদী সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থার বেসরকারিকরণের প্রক্রিয়া শুরুর আগে কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করল কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে প্রত্যেক কর্মীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নানা ব্যক্তিগত কারণে যে সমস্ত কর্মী চাকরি ছাড়তে চান তাঁদের কথা মাথায় রেখে কর্পোরেশন স্বেচ্ছাবসর প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগ্রহী ব্যক্তিরা স্বেচ্ছাবসরের জন্য আবেদন করতে পারেন।’
এই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ভারত পেট্রোলিয়াম ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম-২০২০’। গত ২৩ জুলাই থেকে ভিআরএস-এর জন্য আবেদন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৩ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এর আওতায় কর্মীরা ক্ষতিপূরণ পাবেন। তার পরিমাণ কী হবে, সেই বিষয়েও বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বেসরকারিকরণের পরে নতুন পরিচালন কর্তৃপক্ষের আওতায় ভারত পেট্রোলিয়ামের যে সমস্ত কর্মী এবং আধিকারিক কাজ করতে আগ্রহী নন তারা এই স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।
বর্তমানে ভারত পেট্রোলিয়ামের কর্মী সংস্থা প্রায় ২০ হাজার। এর মধ্যে ৫ থেকে ১০ শতাংশ কর্মী ভিআরএস নিতে পারেন বলে আধিকারিকদের অনুমান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, যে সমস্ত কর্মীর বয়স ৪৫ বছরের বেশি তাঁদের প্রত্যেকে স্বেচ্ছাবসরের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ব্যতিক্রম হল খেলোয়াড় (যে সমস্ত কর্মী খেলোয়াড় কোটায় চাকরি পেয়েছেন কিন্তু এখনও সংস্থার মূল ধারার দায়িত্বে নিয়োগ করা হয়নি) এবং পরিচালন পর্ষদ স্তরের আধিকারিক। তাঁরা স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আসবেন না।