এবার সাধারণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে পালস অক্সিমিটার এবং থার্মাল গান-এর মাধ্যমে ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির শুরু করল দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। সূত্রের খবর, দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু’র নির্দেশেই এই কর্মসূচি শুরু হয়েছে। ওয়ার্ড সভাপতি রাজু সেনশর্মা এদিন জানান, আমাদের জেলা উত্তর ২৪ পরগনায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দমদম তার মধ্যে ব্যতিক্রম নয়। আর তাই আমাদের বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, সংক্রামক সংক্রান্ত যাবতীয় সচেতনতা অবলম্বন করে আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব-র সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে রক্তে অক্সিজেনের পরিমাণ মেপে দিচ্ছেন। কোনও বাসিন্দার সমস্যা ধরা পড়লে আমরা কনফারেন্স কলের মাধ্যমে ডাক্তারের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করিয়ে দিচ্ছি। যাতে ডাক্তারবাবু সেই বাসিন্দাকে উপযুক্ত পরামর্শ দিতে পারেন।
এছাড়াও ওয়ার্ডের যে সব বাসিন্দার করোনা ধরা পড়েছে, অথচ হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সেইসব বাসিন্দাদের কাছে সাময়িকভাবে অক্সিমিটার পৌঁছে দিয়ে নিয়মিত রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার ব্যবস্থা করেছেন রাজুবাবু। বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশে বাসিন্দাদের জন্য আয়োজিত এই ভ্রাম্যমান স্বাস্থ্য পরীক্ষা শিবির করোনা অতিমারি সমস্যা যতদিন চলবে, ততদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে জানা গেছে।