অভূতপূর্ব সাড়া পেয়েছে ‘দিদিকে বলো’। সাধারণের কাছে পৌঁছেছে ‘বাংলার গর্ব মমতা’ ক্যাম্পেন। সেই পথে হেঁটে এবার ‘সোজা বাংলায় বলছি’ প্রচারাভিযান শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল।
ছোট-ছোট ভিডিওর মাধ্যমেও মমতার শাসনকালের ৯ বছরের কাজকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, এবার থেকে সপ্তাহে তিন দিন করে নিয়ে আসা হবে ছোট-ছোট ভিডিওর সিরিজ। যার নাম দেওয়া হয়েছে ‘সোজা বাংলায় বলছি’। প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার সকাল ১১টায় নিয়ে আসা হবে একটি করে এক মিনিটের ভিডিও। শাসকদল সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস। অর্থাৎ বিধানসভা ভোটের দোরগোড়া পর্যন্ত।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিয়ো সিরিজের উপস্থাপনায় থাকবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। জানা গিয়েছে ওই ছোটছোট ভিডিওগুলিতে বাংলার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির উপর জোর দেওয়া হবে। তৃণমূল নেতৃত্বের দাবি, বাড়িয়ে বলা কোনও দাবি নয়, বরং বাংলায় বাস্তবে যা হয়েছে, সেইটুকুই তুলে ধরা হবে। তাঁদের দাবি, বিভিন্ন ইস্যুতে যেভাবে বাংলার নিন্দা করছে বিজেপি, তাতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, গোটা দেশের কাছেও নত হচ্ছে বাংলার সম্মান। তাই বাংলা থেকেই সেগুলির জবাব দেওয়া হবে বাংলা ভাষাতেই। ভিডিয়ওগুলিতে তুলে ধরা হবে বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে।
করোনা হোক বা অন্যান্য ইস্যু, কেন্দ্রের বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন রাজ্যের অবিজেপি সরকারগুলি মুখ খুলেছে। তাঁদের সকলেরই মূল বক্তব্য, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করছে কেন্দ্রের মোদী সরকার, আর তা করতে গিয়ে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কতটা আক্রান্ত করছে কেন্দ্র, সেইসঙ্গে রাজ্যগুলিকে ঠিক কতটা বঞ্চনার শিকার হতে হচ্ছে, তাও তুলে ধরা হবে ভিডিওগুলিতে।