সচিন পাইলট-অশোক গেহলট তরজা এখন তুঙ্গে। এরই মাঝে বিজেপির অঙ্গুলিহেলনের সন্দেহ করছে কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশে যেভাবে বিজেপি সরকার গঠন করেছে সেই একই পন্থা রাজস্থানের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে, এমনই আশঙ্কা হাত শিবিরের। এই পরিস্থিতিতে একদিকে যেমন চিন্তিত, অন্যদিকে ক্ষুব্ধও বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সচিন পাইলটের নাম না করে সিব্বল বলেন, ‘আরও আগেই রাজস্থান সংকট মিটে যাওয়া উচিত ছিল। কিন্তু কখনও কখনও কেউ কেউ থাকেন, যিনি সমস্যা মেটাতে চান না।’
এর আগে শুক্রবারই দিল্লীতে সাংবাদিক বৈঠকে রাজস্থানের বিদ্রোহী নেতা পাইলটকে আক্রমণ করেছিলেন সিব্বল। তিনি বলেন, ‘আমি সচিনকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি কি মুখ্যমন্ত্রী হতে চান? আমাদের বলুন। এত প্রতিবাদ কীসের? আপনি যদি বলেন, বিজেপিতে যোগ দেবেন না, তাহলে হরিয়ানায় বসে আছেন কেন? আপনি কংগ্রেসের মিটিং-এ আসছেন না কেন?’ সিব্বল আরও প্রশ্ন করেন, ‘আপনি কি নিজের দল গড়তে চান? আপনি যা ভাবছেন তা আমাদের বলুন। হোটেলের মধ্যে বসে থাকবেন না।’ তাঁর সাফ কথা, ‘আপনি কী করতে চান তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সকলের সামনে আপনি পার্টিকে হাস্যস্পদ করে তুলতে পারেন না। আমরা জানি না আপনি কী ভাবছেন।’