ভারতে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে আইএসআইএস জঙ্গীরা। বিশেষ করে দুটি রাজ্যে আত্মগোপন করে রয়েছেন। এমনই বলছে রাষ্ট্রসংঘের এক রিপোর্ট। এমনকী, আলকায়দাও ভারত যুব সম্প্রদায়কে টার্গেট করছে বলে খবর। তারাও ভারতের যুব সম্প্রদায়ের মগজধোলাই করছে।
আইএসআইএস চাইছে ভারতে নতুন শাখা খুলতে। আর তাই যুব সম্প্রদায়কে টার্গেট করছে তারা। তাদের মধ্যে অনেকেই কেরালা ও কর্ণাটকে সক্রিয় রয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে কেরল থেকে অনেক যবক-যুবতী আইএসে যোগ দেওয়ার খবর সামনে এসেছিল। কাশ্মীরেও অনেক হামলার পিছনে তাদের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। কিন্তু সেকথা মানতে নারাজ কাশ্মীরের পুলিশ ও সেনা।
রাষ্ট্রসংঘের অ্যানালিটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংসনস মনিটারিং টিম-এর ২৬ তম রিপোর্ট বলছে, ভারতের কেরালা ও কর্ণাটকে আইএস জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই জঙ্গীগোষ্ঠীর বর্তমান পাখির চোখ ভারত ও তার আশপাশের এলাকা। তাই এই দেশ থেকেই নতুন জঙ্গী তৈরি করছে তারা। তবে পিছিয়ে নেই আল কায়দা গোষ্ঠীও। রিপোর্টে বলা হচ্ছে, তালিবান জঙ্গিদের আড়ালে কাজ করছে আল কায়দা। তারা আফগানিন্তানে বসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করছে। তাদেরও লক্ষ্য ভারতের বিভিন্ন অংশে হামলা চালানো।