ভারতে হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশে কেবল আক্রান্তের সংখ্যা নয় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭০০ বেশি জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতের সংখ্যার হিসেবে ভারত এবার ফ্রান্সকে পিছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, আমেরিকায় ৪১.৫০ লক্ষ জনের বেশি করোনায় আক্রান্ত, ব্রাজিলে ২২.৫০ লক্ষ। ভারত রয়েছে তৃতীয় স্থানে। কোভিড ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ হাজারের বেশি অর্থাৎ প্রত্যেক ঘণ্টায় প্রায় ২০১৮ জন। বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২.৮৮ লক্ষ যা গোটা বিশ্বের আক্রান্তের ৮ শতাংশ।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত এই মহামারীতে মোট ৬.৩৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। ১.৪৭ লক্ষ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমেরিকায়।