কোভিড সেন্টারেও নিরাপদ নন মহিলারা। দিল্লীর ছতর পুরর দেশের সর্ব বৃহৎ কোভিড সেন্টারে তরুণীকে ধর্ষণ। তাও একেবারে আইটিবি-র নাকের ডগায়। এমনই ঘটনার সাক্ষী থাকল দিল্লী। এই ঘটনায় অভিযুক্ত ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জনেই করোনা পজিটিভ।
সূত্রের খবর, কিশোরী ও এই দুই অভিযুক্তের কোভিড সেন্টারে গিয়ে পরিচিয় হয়। ১৫ তারিখ অভিযুক্ত মেয়েটিকে ওই কোভিড সেন্টারের মধ্যে একটি নিরিবিলি জায়গাতে নিয়ে যায়। তারপর নিজের সঙ্গীকে পাহারায় বসিয়ে কোভিড সেন্টারের শৌচাগারের কাছে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ১৯ বছরের অভিযুক্ত। পুরো ঘটনাটি রেকর্ড করে ওই ছেলেটির সঙ্গী।
পরের দিন ওখানকার কর্মীদের কাছে এই কথা বলে মেয়েটি। তারপর পুলিশকে জানানো হয়। হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে যেখানে মেডিক্যাল টেস্টে যৌন হেনস্থার প্রমাণ পাওয়া গিয়েছে।
এই ঘটনার কথা জানার পরেই কিশোরীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার কোভিডের চিকিৎসাও চলছে। অন্যদিকে দুই অভিযুক্তকেও অন্য একটি হাসপাতালে ভর্তি করা আছে, বিচারবিভাগীয় কাস্টডিতে, জানিয়েছে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পরবিন্দর সিং। পসকোর আওতায় কেস দায়ের করা হয়েছে ময়দান গারহি পুুলিশ স্টেশনে।