আমরা প্রযুক্তিগত ভাবে যত এগোচ্ছি, ততই আমাদের বোধবুদ্ধি ও প্রাথমিক যুক্তিবোধ পিছোচ্ছে৷ ফেসবুক দেখলেই তার উদাহরণ মিলবে৷
Gratula শব্দের মানে খুঁজতে গিয়ে দেখলাম এটি একটি Catalan শব্দ। এর মানে Congratulate বা অভিনন্দন করা। মার্ক জুকারবার্গ জন্মানোর দীর্ঘ কাল আগে থেকে এই শব্দ আছে। সুতরাং কোন প্রশ্নই আসেনা এই শব্দ আবিষ্কার করার৷
ওই BFF লিখুন নয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বা অমুক মেসেজ কপি পেস্ট করে ১০জনকে পাঠান নয়তো আপনার ফেসবুক ডিলিট হয়ে যেতে পারে ধরনেরই আবাল এক খিল্লি এই GRATULA. GRATULA, PLATULA, NATHULA কোন কিছু লিখলেই আপনার ডিজিটাল অ্যাকাউন্ট সুরক্ষিত হতে পারেনা৷ বরং এটা লিখলে ভয় বেশি।
গোটা পৃথিবীতে ওত পেতে বসে আছে আপনার চেয়ে দশগুন বুদ্ধিমান ও ধূর্ত কিছু হ্যাকার৷ এরা এক একজন জিনিয়াস না হলেও জানে কারা সফট টার্গেট। কারা সাইবার ওয়ার্ল্ড এ আধাশিক্ষিত ও প্রযুক্তিগত প্রতিবন্ধী। মানে কাদের ব্যাংক বা পেটিএম একাউন্ট হ্যাক করা যেতে পারে বা জায়িলাতি করা যায়৷ এই নিজেকে চিহ্নিত করার কাজটা আপনি বা আপনারাই করে দেন।
কিভাবে? বেশ তবে ভালো করে বুঝুন। এই যে হঠাৎ কেউ বললো GRATULA লিখতে নয়তো ফেসবুক বন্ধ হয়ে যাবে, লক্ষ করে দেখেছেন এটা কিন্তু বিদেশী কেউ প্রথম পোস্ট করে চুপচাপ বসে থেকেছে। তারপর আপনারা শেয়ার আর কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন।
এই সব কটা কমেন্ট কেউ বা কারা ঠান্ডা মাথায় পড়ছে৷ তারপর আপনার ফেসবুক একাউন্ট ঘেঁটে আরো তথ্য বের করার চেষ্টা করছে। এমন কিছু কি ওয়ার্ড খুঁজছে যেগুলো ব্যবহার করে আপনার পাসওয়ার্ড বা মেল আইডি বের করা যাবে। একবার আপনার কয়েকটা পাসওয়ার্ড হাতে এলেই, আপনাকে ব্ল্যাকমেল শুরু হবে। অমুক বিটকয়েন দিয়ে তমুক অ্যাকাউন্টে টাকা পাঠান নয়তো আপনার ফেসবুক ডিলিট করে দেবো বা যৌন ছবি, অশ্লীল ভিডিও সবাইকে আপনার নাম করে পাঠিয়ে দেবো ইত্যাদি।
অর্থাৎ সারাংশ এটাই যে চোকাবোদামি না করে যুক্তি খরচ করুন একটু। ভাবুন কেন হঠাৎ ফেসবুক বন্ধ হতে যাবে বা লিখলেই সুরক্ষিত হবে। বাংলাতেই ঋত্বিক বলে একজন ছবি করতো৷ কি একটা ডায়লগ ছিল না, ভাবুন, ভাবা প্রাক্টিস করুন?
আপনারা আর ভাবা টাবার পরিশ্রমে যাচ্ছেন না। পাশের ট্যাব খুলে গুগল সার্চও না। ফেসবুকে মাথা গুঁজে কাগের ঠ্যাং বগের গু যা সামনে দেখছেন শেয়ার মেরে ভেড়ার দলে নাম লেখাচ্ছেন। তারপর আপনারাই ফেক নিউজ নিয়ে হাহুতাশ করছেন আর দোষ দিচ্ছেন ছায়াকে।
GRATULA মানে অভিনন্দন বা Congrats। যারা GRATULA লিখেছেন বা শেয়ার করেছেন ওই ফেকনিউজ, তাদের অভিনন্দন। হ্যাকাররা মুচকি হেসে বুঝে ফেলেছে আপনার টেকনিক্যাল লিটারেসি লেভেল। এবার আর একটা টোপ দেওয়া হবে তার অপেক্ষা করুন বা এখুনি আবার ঘটের বোধবুদ্ধি ও যুক্তিটা রিচার্জ করে সবকিছু সাদা আর কালোতে বিচার করতে শুরু করুন।
জনস্বার্থে প্রচারিত। এটা লিখে আমার একটাকাও আয় হয়নি বা জুকারবার্গ আমার অ্যাকাউন্টকে নীল টিক মেরে দেয়নি৷ ফেক নিউজের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার সামান্য চেষ্টা। কারণ ফেক নিউজ মানুষ খুন করতে পারে৷
শেয়ার করুন। এসব আবোদা জিনিস না লিখে বরং ভালো গল্প লিখুন৷