যেন একটা আস্ত সরকার চালাচ্ছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের সমস্ত দুঃখ দুর্দশায় সাহায্যের পর তাদের কর্মসংস্থানের জন্য বেনজির সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা। এবার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য অনলাইন পোর্টাল আনলেন সোনু। ‘প্রবাসী রোজগার’ নামে এই পোর্টালটিতে দেশজুড়ে কর্মসংস্থান এর নানা সন্ধান ও সুযোগ পৌঁছে যাবে পরিযায়ী শ্রমিকদের কাছে।
তিনি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছেন, ‘মূলত দারিদ্র্য রেখার নীচে থাকা যুবকদের কর্মদক্ষতা বাড়ানো, কর্মক্ষেত্রে প্রবেশের ব্যাপারে একেবারে গ্রামীণ স্তরে কাজ করা বিভিন্ন সংগঠন, এনজিও, সমাজসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা, কৌশল নির্মাতা বিশেষজ্ঞ, প্রযুক্তিগত স্টার্ট আপ এবং সর্বোপরি যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছি, তাদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিত্তিতেই এই অনলাইন প্ল্যাটফর্ম সামনে নিয়ে এলাম। আশা করি প্রত্যেক গ্রামে কমিউনিটি সংগঠনগুলি পরিযায়ী শ্রমিকদের সঠিক কাজের সুযোগ এই প্ল্যাটফর্মটির মাধ্যমে খুঁজে বের করবেন। এতে করে আমার প্রচেষ্টা সফল হবে।’
দেশের প্রত্যেকটি শ্রমিক যাতে সঠিক কাজের সন্ধান পান সেই উদ্দেশ্যে চালু করা এই অনলাইন পোর্টালে নির্মাণ, বস্ত্র, স্বাস্থ্য পরিষেবা, ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই–কমার্স, লজিস্টিক সেক্টরের এর মত পরিবেশে পাঁচশো’র ওপর নামী কোম্পানির কর্মসংস্থানের খবর থাকবে। সর্ব স্তরের কর্মপ্রার্থীরাই কাজের খবর পাবেন এই পোর্টালের মাধ্যমে। এরই সঙ্গে এই অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা স্পোকেন ইংলিশ ও জব ট্রেনিং নিতে পারবেন বিনা খরচায়।
এই উদ্যোগ প্রসঙ্গে সোনু জানিয়েছেন, ‘পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে গিয়ে তাদের মুখে বলতে শুনতাম, করোনা অতিমারীর কঠিন সময়ে সঠিক, উপযুক্ত কাজ খুঁজছেন তারা। তাই তাদের কথা ভেবেই, গত কয়েক মাসে এই উদ্যোগকে বাস্তবায়িত করার পিছনে অনেক ভাবনাচিন্তা, পরিকল্পনা, প্রস্তুতি নিয়েছি। যাতে প্রত্যেকের কাজ সুনিশ্চিত হয়, এটা সততার সঙ্গে করা হবে এবং ইতিমধ্যে এ ব্যাপারে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে কাজ হয়েছে, তাকে ভিত্তি করেই এগিয়ে যাওয়া হবে।’