করোনা আবহে স্রোতের উলটো দিকে হাঁটছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। বেড়েই চলেছে তাঁর সম্পদ। বিশ্বের কোটিপতিদের ছাপিয়ে যাচ্ছেন তিনি। আজকের তারিখে দাঁড়িয়ে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। অথচ জুলাই মাসের ১০ তারিখে তিনি ছিলেন সপ্তম স্থানে। মাত্র দশ-বারো দিনের মধ্যে দুধাপ উটে এলেন তিনি।
বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেন তিনি। এর মাত্র ১২ দিনের মধ্যে পঞ্চম স্থানে পৌঁছে গেলেন তিনি। আম্বানির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। এই মুহুর্তে চতুর্থস্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকাররবার্গ।
লকডাউনের বাজারে যখন বিভিন্ন শিল্প-কারখানায় তালা ঝুলছে, পাট গোটাচ্ছে বিভিন্ন সংস্থা। ঠিক সেই সময় উলটো ছবি দেখা গিয়েছে রিলায়েন্সে। জিও-তে একের পর এক বিনিয়োগ এসেছে। ফেসবুক-গুগল-সহ একাধিক সংস্থা রিলায়েন্সের শেয়ার কিনেছে। ফলে একদিকে যেমন সংস্থার মূলধন বেড়েছে, তেমনই বেড়েছে শেয়ার মূল্যও।