দেশে করোনা সংক্রমণ বাড়ছে। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। শেয়ার বাজারের অবস্থাও টালমাটাল। তাই বিনিয়োগকারীরা সোনা কিনেই বিনিয়োগ করতে চান। এবার সেই সোনার দামও আকাশছোঁয়া। যদিও অনেকদিন ধরেই নিয়মিত বাড়ছে সোনা–রুপোর দর। তবে এবার যেন সত্যিই মধ্যবিত্তদের নাগালের বাইরে গেল সোনার দাম, দর হল ৫০ হাজার টাকা।
দেশে সোনার দাম ৫০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। বুধবার, দেশীয় শেয়ার বাজারে এই দুই ধাতুর দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ–এর সোনার দাম সকালে আরও ১ শতাংশ বেড়ে গেল। যার আর্থিক মূল্য ৪৯৩ টাকা। তার পরেই সোনার দাম হল ৫০,০২০ টাকা।
এদিকে রুপোর দাম বেড়ে হয়েছে ৬০,৭৮২ টাকা। এখনও পর্যন্ত সর্বোচ্চ মূল্য। রুপোর দাম বাজার বন্ধের আগে ছিল ৫৭,৩৪২ টাকা। বুধবার সকাল ১১ টা ৩৫ মিনিটে এমসিএক্স সোনার ফিউচার শেয়ারের দাম ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,০১৭ টাকায়। আর রুপোর দাম আগের থেকে ৫.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬১৯ টাকায়।