গতকাল গাজিয়াবাদে সাংবাদিক হত্যার প্রেক্ষিতে এবার উত্তরপ্রদেশের যোগী সরকারকে উদ্দেশ্য করে তোপ দাগল কংগ্রেস। প্রশ্ন করা হল, এবার কি সাংবাদিক হওয়াও পাপ উত্তরপ্রদেশে? গো বলয়ের সবচেয়ে বড় রাজ্যের বিজেপি সরকারকে এদিন একহাত নিলেন কংগ্রেস নেতা রনদীপ সূর্যেওয়ালা।
কংগ্রেস নেতা জানান, প্রকাশ্যে এইভাবে সাংবাদিককে খুন করা উত্তরপ্রদেশ সরকারের গুন্ডারাজের উদাহরণই ফের প্রকট করে তুলছে। দিনে দিনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উত্তরপ্রদেশে বেড়েই চলছে। যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে গুন্ডারাজ এবং জঙ্গল রাজ চালাচ্ছে। এই প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, এখন কি উত্তরপ্রদেশে কেউ সাংবাদিক হতে পারবে না? শুধু উত্তরপ্রদেশ নয়, যেকোনো বিজেপি শাসিত রাজ্যেই সাংবাদিক হওয়া কি পাপ? দেশের সাংবাদিকরা কি সন্ত্রাসবাদী? এই মন্তব্য করে উত্তরপ্রদেশের অবস্থাকে ‘ভয়ানক’ আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা।
রণদীপের আরও দাবি, অপরাধের বিরুদ্ধে কথা বললেই সাংবাদিক এবং তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে। এখন সাংবাদিক বিক্রম যোশীর হত্যা করা হল প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ কোথায়? রাজ্যের শাসন কোথায়? এমনও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। রণদীপের মতোই রাহুল গান্ধীও টুইট করে সাংবাদিক বিক্রম যোশীর হত্যার তীব্র বিরোধিতা করেছেন।